thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ফু-ওয়াং ফুডসের শেয়ারের দাম

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৫:২৩:০৫
সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ফু-ওয়াং ফুডসের শেয়ারের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সোমবার (৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৫.৯০ টাকা। ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৪০.৪০ টাকায়। অর্থাৎ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ১৪.৫০ টাকা বা ৫৬ শতাংশ বেড়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর