thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে:  যুক্তরাষ্ট্র

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১২:৫১:১৪
রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে:  যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক:রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শক জেক সালিভান বলেন,‘রাশিয়াকে অস্ত্র দেওয়া উত্তর কোরিয়ায় জন্য ভালো হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এজন্য চড়া মূল্য দিতে হবে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল অস্ত্র নিয়ে রাশিয়া ও উত্তর কোরিযার মধ্যে কথা হচ্ছে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের কোনো অঞ্চল দখলের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা উত্তর কোরিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এজন্য মূল্য দিতে হবে।

এমন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো। তবে ক্রেমলন জানিয়েছে, মার্কিন কর্মকর্তার এমন বক্তব্যে তাদের কোনো মন্তব্য নেই।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সম্প্রতি উত্তর কোরিয়া সফরের সময় ‘পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রি করার বিষয়ে সম্মত করার’ চেষ্টা করেছিলেন। সভায় প্রদর্শন করা অস্ত্রের মধ্যে ‘হাসং’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অন্তর্ভুক্ত ছিল। কোভিড মহামারির পর ওই প্রথম কিম বিদেশি অতিথিদের জন্য তার দেশের দরজা খুলে দিয়েছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর