thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঐতিহাসিক সফরে ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৯:৪৪:০৩
ঐতিহাসিক সফরে ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঐতিহাসিক সফরে ঢাকায় এসে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকায় আসেন তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এই প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

জানা গেছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ঢাকায় এসেছেন সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। পরে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়দিল্লীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, সার, জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর