thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খালেদা জিয়াকে স্থায়ী জামিনের সুযোগ নেই:  আইনমন্ত্রী 

২০২৩ সেপ্টেম্বর ০৯ ০১:০৮:১০
খালেদা জিয়াকে স্থায়ী জামিনের সুযোগ নেই:  আইনমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনে এর কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশনস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘এক দেড় মাসের মধ্যে হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি তো এখন পর্যন্ত জানি না উনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন। উনাকে কেন জেলে যেতে হবে, এটা আমি জানি না। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’

এ সময় মন্ত্রী জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

সকাল ১০টার দিকে তিনি আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবায় যান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর