thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলে ফেরত আসতে পারেন মুশফিক

২০২৩ সেপ্টেম্বর ০৯ ০১:৩৩:০৮
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলে ফেরত আসতে পারেন মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক:এশিয়া কাপের সুপার ফোর পর্বে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় লঙ্কানদের বিপক্ষে কাল জয়ের বিকল্প নেই টাইগারদের। এদিকে আগামীকাল খেলা শেষেই দেশে ফিরে আসতে পারেন উইকেটরক্ষক এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

টাইগারদের অভিজ্ঞ এই সদস্য টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, '১২ সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফেরা প্রয়োজন তার। কেননা, মুশফিক এবং তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক।'

সন্তান জন্মের সময়টাতে নিজের স্ত্রীর পাশে থাকত চান মুশফিক। এ কারণে দলকে নিজের দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্টের বাকি সময়ে অভিজ্ঞ এই ব্যাটারকে পাবে না বাংলাদেশ।

মুশফিকের পারিবারিক বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুশফিক টুর্নামেন্টে আর না খেললে তার পরিবর্তে দলে আর কাউকে নেয়া হবে কিনা এ ব্যাপারে জানা যায়নি কিছু।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর