thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১,  ১৮ জিলহজ ১৪৪৫

গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

২০২৩ সেপ্টেম্বর ০৯ ০১:৪৩:০৬
গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক:গাজীপুরে গাছা থানার সাইনবোর্ড ভুষির মিল এলাকায় বাসের ধাক্কায় নাদিম মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাদিম মিয়া যশোরের কোতোয়ালি থানার বেজপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা করতেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন জানান, গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় যন্ত্রাংশের ব্যবসা করতেন নাদিম। সন্ধ্যায় তিনি মোটরসাইকেলযোগে গাজীপুরের চান্দিনা চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় সাইনবোর্ড ভুষির মিল এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নাদিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর