thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

আসুন বিশ্বব্যাপী ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি: মোদি 

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১৩:৫৫:৫২
আসুন বিশ্বব্যাপী ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি: মোদি 

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলন উদ্বোধন করেছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় ১১ টার দিকে মোদি জি২০ সম্মেলন উদ্বোধন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদি বলেছেন, ভারতে আপনাদের স্বাগতম। আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। দেশটির রাজধানী দিল্লিতে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি২০-এর শীর্ষ সম্মেলন শুরু হলো।

জি২০ সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী। সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে কোনো ঘাটতি রাখেনি নরেন্দ্র মোদির সরকার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বছর ভারতের সভাপতিত্বে আয়োজিত জি২০-এর থিম হলো—‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বসেছে জি২০ সম্মেলন। মণ্ডপমের প্রবেশদ্বারে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ নৃত্যরত নটরাজের মূর্তি। এছাড়া প্রগতি ময়দানসহ সমগ্র দিল্লি রঙিন আলোয় সুসজ্জিত করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর