thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে হামলা,আহত -৭  <

২০২৩ সেপ্টেম্বর ০৯ ২১:৪৫:৫৩
নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে হামলা,আহত -৭
 <

দ্যা রিপোর্ট প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ঢাকা-পিরোজপুর মহাসড়কে ৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় যুবদলের গাড়ি বহরে হামলা চালায় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ হামলায় গুরুতর আহত হয় সাবেক জেলা যুবদল সদস্য ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবির রাসেল,জেলা ছাত্রদলের ক্রিড়া সম্পাদক শাহ্রিয়ার শিশির, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রুম্মান, স্বরূপকাঠী স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন বাহাদুর, যুবনেতা মোঃ সবুজ,সুমন,রাজু সহ আরো অনেক নেতাকর্মী।

জানা যায়, ৫ ই সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষনা করা হয়। নতুন আহবায়ক কমিটির নেত্রীবৃন্দ ঢাকা থেকে ফেরার পথে নাজিরপুর উপজেলা যুবদল তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে মহাসড়কে জড়ো হয়। এ সময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে অতর্কিত হামলা চালালে যুবদলের অনেক নেতাকর্মী আহত হয়।

এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আল-আমীন জানান, জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচী পুর্ন শ্লোগানে বাধাঁ দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
যুবদলের নেত্রীত্বদানকারী সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ লিলন জানান, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কোন কু-রুচিপূর্ণ স্লোগান দেওয়া হয় নাই। যুবদলের জনস্রোত দেখে ঈশ্বার্নিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসীরা এ অতর্কিত হামলা চালায়।

এব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, ছাত্রলীগ এবং যুবদলের মধ্যে কোন হামলার ঘটনা ঘটেনি। হুন্ডা শোভাযাত্রায় আমরা তাদেরকে নিরুৎসাহিত করেছি এটি অবৈধ,এরা প্রাইভেটকার,মাইক্রো নিয়ে যাবে, পরবর্তীতে আমাদের কথা মেনে নিয়ে তারা চলে গেছে।

একে/এএইচ/এসকে/দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর