thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে:  মির্জা ফখরুল

২০২৩ সেপ্টেম্বর ১০ ০০:০৫:৫১
যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে:  মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকার দুই মহানগর বিএনপি গণমিছিল নিয়ে আসে নয়াপল্টনে। এখানে জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেয়ার সময় বৃষ্টি নামলেও নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে তার বক্তব্য শুনেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন আশঙ্কা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তারাই তো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে, আর দোষ চাপায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর।’

এ জন্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা বৃষ্টিতে ভিজে কষ্ট করতেছেন। আরো কষ্ট হবে। তবু এই সরকারকে পরাজিত করে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।’

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধিনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে না । তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার, তাদের কোন লজ্জা নেই।

মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা চলছে। খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ না পেলে ভবিষ্যতে আর কেউ যেন না পায়। বিএনপির আন্দোলন ব্যর্থ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি প্রশ্ন করেন, রাজপথে এতো লোক কি প্রমাণ করে?

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর