thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চার দিনের সফরে ঢাকায়  জাতিসংঘের সহকারী মহাসচিব 

২০২৩ সেপ্টেম্বর ১০ ০০:৩৪:২৮
চার দিনের সফরে ঢাকায়  জাতিসংঘের সহকারী মহাসচিব 

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

শ‌নিবার (৯ সেপ্টেম্বর) তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।

৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন এবং জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন। কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর