thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ভারত-পাকিস্তান মহারনে পরিসংখ্যানে এগিয়ে যারা

২০২৩ সেপ্টেম্বর ১০ ১২:৪৮:২৩
ভারত-পাকিস্তান মহারনে পরিসংখ্যানে এগিয়ে যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ক্রিকেট সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা। রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। তবে সেই দ্বন্দ্ব গড়িয়ে খেলার মাঠেও এসে পড়েছে। তাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। ফলে ভক্তদের মুখিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য, যেখানে ক্রিকেটের এই দুই পরাশক্তি নামবে মুখোমুখি লড়াইয়ে।

রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এশিয়া কাপে দুই দলের সুপার ফোরের লড়াই। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচ দেখতে উন্মুখ হয়ে অধীর আগ্রহে বসে আছে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) পাক-ভারত দ্বৈরথের ইতিহাসের বয়স পাঁচ দশকেরও বেশি। এই দুই দলের লড়াইয়ের ইতিহাস ৫৫ বছরের পুরনো। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের এই ম্যাচের আগে ভারত-পাকিস্তানের বিগত পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দু’দলের মোট ১৩৩ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি আর পরিত্যক্ত হয়েছে ৫টি ম্যাচ। তবে পরিসংখ্যান যেমনই হোক, মাঠে নিজেদের সেরাটা দিলে যেকোনো প্রতিপক্ষের জন্যই যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে ভারত, সেটার প্রমাণ অনেকবারই দিয়েছেন রোহিত-কোহলিরা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর