thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যুক্তরাষ্ট্র আমাদের ডেকে নিয়ে ভিসা দেবে: পররাষ্ট্রমন্ত্রী 

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৭:৫৯:২০
যুক্তরাষ্ট্র আমাদের ডেকে নিয়ে ভিসা দেবে: পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত না; আমরা এমন অবস্থায় যাবো যাতে আমাদের ডেকে নিয়ে ভিসা দেবে।

মন্ত্রী বলেন, আমরা কখনও চাপের মধ্যে ছিলাম না। বরং মিডিয়া হয়তো চাপ অনুভব করে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, 'আপনার অর্জন প্রশংসনীয়'। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাইডেনের আলাপের বিষয়ে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এ বিনিয়োগ করার কথা জানিয়েছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। একইসাথে জলবায়ু পরিবর্তন সহায়তায় বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর