thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইনজীবীদের মিছিলে পুলিশের হামলা, মির্জা ফখরুলের নিন্দা

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৮:০১:৪৯
আইনজীবীদের মিছিলে পুলিশের হামলা, মির্জা ফখরুলের নিন্দা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আদালত এলাকায় আইনজীবীদের মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাতাকলে পিষ্ট। আদালত এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। এর মাধ্যমে সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। আইনকে হাতের মুঠোয় নিয়ে পুলিশ বাহিনী পুরো দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর হামলা সরকারের এক অশুভ বার্তা। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ শুধু বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরই টার্গেট করেছে না। তারা বিএনপিপন্থী আইনজীবীদেরও টার্গেট করছে। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, এতে সরকারের ভিত নড়ে ওঠে বলেই আদালত এলাকায় আইনজীবীদের ওপর হামলা চালানো হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, জনসমর্থনহীন সরকার হিতাহিত বিবেচনাহীন। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ক্ষমতার জন্য তারা সন্ত্রাসের ওপর ভরসা করছে। আদালত এলাকাতেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয়, তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে সে ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করছে।

এর আগে, দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে পুলিশ সেখানে আটকে দেয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর