thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৮:০৯:১৯
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু ফান্ড হিসেবে এক বিলিয়ন ডলার পাওয়া যাবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুন্দরবন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায়তিনি এ তথ্য জানান ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নানাবিধ নির্দেশনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‌‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ১ বিলিয়ন ডলারের তহবিল পাবে বাংলাদেশ। ডেল্টা প্ল্যানের সঙ্গে সমন্বয় করে প্রকল্প নিতে হবে। এতে সর্বাধিক গুরুত্ব পাবে সুন্দরবন।’

তিনি আরও বলেন, ‘পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানির অপচয় বন্ধ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয় এই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মান্নান বলেন, ‘ওয়াসার পানির উৎপাদন খরচের একটা সমন্বয় করতে বলেছেন প্রধানমন্ত্রী । সবাইকে পানির অপচয় বন্ধ করতে বলেছেন। অনেকে পানির ট্যাপ ছেড়ে রাখেন এটা যেন না হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।’

বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগষ্টে মূল্যস্ফীতি আরো একদফা বেড়েছে। ডিম-মুরগির দাম বৃদ্ধির কারণেই অন্যান্য খাদ্যপণ্যেও তার প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি। নভেম্বরে মূল্যস্ফীতি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী ।

বৈঠকে ১৮ হাজার ৬৬ কোটি টাকার ১৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর