thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বর্তমান সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে:  মির্জা ফখরুল 

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৫:১১:২৩
বর্তমান সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে:  মির্জা ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার ব্যবস্থা আওয়ামী লীগের হাতে চলে গেছে। দলটি গণতন্ত্র বিশ্বাস করে না বলেও মনে করেন তিনি।

অভিযোগ করেন, ভিন্ন প্রক্রিয়ার একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বিচারক ও পুলিশ এখন রাজনীতিবিদদের মত কথা বলছেন। এ অবস্থায় জনগণ কোথায় যাবে-সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে পরাজিত করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর