thereport24.com
ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১,  ২ রবিউস সানি 1446

দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ সেপ্টেম্বর ১৬ ১৮:১২:৪৪
দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্যায় করলে পুলিশ বা জনপ্রতিনিধি যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, এ ব্যাপারে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাড়ায় অবস্থিত নবনির্মিত বিকেএমইএ নতুন সাততলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে”।

“ভুলভ্রান্তি হতেই পারে। তবে কেউ ইচ্ছে করে অন্যায় করলে তাকে আইন অনুযায়ী শাস্তিভোগ করতেই হবে। সে জনপ্রতিনিধি বা পুলিশ যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। সেখানেও আমাদের কোনো ছাড় নেই”- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টরে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ওষুধ সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ”।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের দেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল সংযোগ দিতে চাইলেও দেশের সব খবর ফাঁস হয়ে যাবে- এ উদ্ভট অজুহাতে তিনি সাবমেরিন সংযোগ নিলেন না। এটাকে আমরা মূর্খতা বলবো না কি বলবো জানি না”।

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “সারা বাংলাদেশের অর্থনীতি আপনারা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আপনারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আপনারা সবাই মিলে ভালো কাজ করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে প্রতিচ্ছবি আপনারা এখানে গড়ে তুললেন। নারায়ণগঞ্জ আসলে সব দিক দিয়ে সেরা”।

“প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করেছেন। এই শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছেন। আগে শ্রমিকেরা শ্রমিক অসন্তোষ হলে কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। আমাদের নেতারা যখন পুলিশের সুনাম করলে আমার কাছে খুব ভালো লাগে। পুলিশ ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করেন” –বলেন আসাদুজ্জামান খান কামাল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর