thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বঙ্গবন্ধু  শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্পপ্রতিষ্ঠান

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৫:২১:৫৪
বঙ্গবন্ধু  শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্পপ্রতিষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক:চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে বিনিয়োগের যাবতীয় সকল সুযোগ সুবিধা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ইতোমধ্যে দেশ-বিদেশের ১৫২ শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শিল্পনগর প্রদর্শনে এসে এসব কথা জানান তারা। ১৮ হাজার ৫৫৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রার এই শিল্প নগরে ৭ লাখ ৭৫ হাজার ২২৮ জন লোকের কর্মসংস্থান হবে বলে জানানা তারা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই শিল্পনগর প্রকল্পে ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ সুবিধা আছে সব নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগের সুন্দর পরিবেশ সুনিশ্চিত করা হয়েছে। এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। এলাকার জনগণের পাশাপাশি শিল্প নগরীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন বলেন, এখানে ১৫২টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগে আসছে। ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করছে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর