thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

প্রিগোজিনের নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে:  জেলেনস্কি 

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৫:৩৮:০৫
প্রিগোজিনের নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে:  জেলেনস্কি 

দ্য রিপোর্ট ডেস্ক:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

স্থানীয় সময় সোমবার জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় প্রাণ হারান ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন। সেসময়ই অভিযোগ উঠেছিল, পুতিনের নির্দেশে প্রিগোজিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ক্রেমলিন এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর