thereport24.com
ঢাকা, শুক্রবার, ৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১,  ২৮ জিলহজ ১৪৪৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিয়ে শীর্ষে ভারত

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৩:০৩:২০
অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাংকিয়ে শীর্ষে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক:ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ছিল গতকাল। যেখানে অজিদের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে ভারতীয়রা। এই জয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে গেছে তারা।

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার পান ফিফটি। পরে অবশ্য ৫২ রান করে ফিরেছেন তিনি। এছাড়া স্মিথ ৪১, লাবুশেন ৩৯, ক্যামেরন গ্রিনের ৩১, জশ ইংলিশ ৪৫ রান করেন। আর শেষদিকে মার্কাস স্টয়নিসের ২৯ রানে শেষ পর্যন্ত ২৭৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। রুতুরাজ গায়কোয়াড় এবং শুভমান গিলের ওপেনিং জুটিতে আসে ১৪২ রান। পরে অধিনায়ক লোকেশ রাহুলের ৫৮ আর সূর্যকুমার যাদবের ৫০ রানের কল্যাণে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

অজিদের বিপক্ষে পাওয়া এই জয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে এসেছে ভারত।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর