thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মুন্সীগঞ্জে যুবলীগ নেতা খুন

২০১৩ নভেম্বর ১৩ ০৮:৫৬:১১
মুন্সীগঞ্জে যুবলীগ নেতা খুন

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ‍মুন্সীগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামে মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পঞ্চসার ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাদেকুল শেখ (৪০) নিহত হয়েছেন। তিনি রতনপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

এলাকাবাসী জানান, পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে যুবলীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দাবি করেন, স্থানীয় সবুজ শেখ ও নূর হোসেনের নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ তাকে নিজ বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার-চেঁচামেচি করে যুবলীগ নেতা সাদেকুলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গুলিতে ওয়ার্ড যুবলীগ সভাপতি সাদেকুল খুনের সত্যতা নিশ্চিত করেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর