thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১১:১৭:০২
তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রাইভেট কারের আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামের একজনকে সোমবার পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার মাজহারুল ইসলাম বলেন, মারুফ বিল্লাহ ঘটনাস্থলে ছিলেন। তাকে কেউ একজন ডেকে এনেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা তিনি স্বীকার করেছেন। তাকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লেগেছিল মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। কাজ শেষে তিনি গুলশানের অফিস থেকে ভাড়া করা মোটরসাইকেলে মতিঝিলের আরামবাগের বাসায় ফিরছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান। এর আগে গত শনিবার ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হওয়ার পরদিন তার স্ত্রী রত্না রানী শীল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর