thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিশ্বকাপ দলে টিকে গেলেন রিয়াদ, বাদ তামিম

২০২৩ সেপ্টেম্বর ২৬ ২৩:৩১:২৫
বিশ্বকাপ দলে টিকে গেলেন রিয়াদ, বাদ তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক:আর মাত্র ১০ দিন পর শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২৮ সেপ্টেম্বরের মধ্যে দল দেয়ার কথা প্রতিটি দলের। সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করবে তা জানা গিয়েছিল আগেই।

তবে গতকাল থেকে শুরু হয় তামিম ইস্যু। অর্থাৎ তামিম নিজের ফিটনেস নিয়ে জানিয়েছিলেন তিনি শতভাগ ফিট নন। আর বিশ্বকাপ স্কোয়াডে রাখলে তিনি সব ম্যাচ খেলতে পারবেন না বলেও নির্বাচকদের জানিয়েছেন তামিম।

মূলত এটি নিয়েই শুরু হয় সমস্যার। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শতভাগ ফিট না হলে তামিমকে স্কোয়াডে রাখতেই চাননা। একই সুর সাকিবেরও।

অবশেষে তাই ঘোষিত বিশ্বকাপের চূড়ান্ত দলে ঠাই হয়নি তামিম ইকবালের। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের বিশ্বকাপ দল-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর