thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া:  নান্নু 

২০২৩ সেপ্টেম্বর ২৬ ২৩:৪৩:১৯
সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া:  নান্নু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইসিসির মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আজ সবার শেষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিম ইকবালকে ছাড়া দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর তামিমকে বাইরে রাখার কারণও জানিয়েছেন নির্বাচক কমিটি।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীননান্নু বলেন, "আপনারা তো এবারের বিশ্বকাপের দলটা এরই মধ্যে পেয়ে গেছেন। তামিম ইকবালের তো অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে চিন্তা আছে। নিউজিল্যান্ড সিরিজের পর...সব কিছু বিবেচনা করেই, সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া। বিশ্বকাপে অনেকদিনের ব্যাপার। অনেক ম্যাচ আছে।"

পুরোপুরি ফিট না হওয়া তামিমকে দলে নিলে টিম ম্যানেজমেন্ট বেকায়দায় পড়তো জানিয়ে নান্নু বলেন, "আপনি দেখেন, কিছু কিছু ইনজুরি আছে আপনি ঝুঁকি নিতে পারেন না। টিম ম্যানেজমেন্ট কিন্তু বেকায়দায় পড়বে। আপনি দেখুন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে...প্রথম ম্যাচ খেলেছে, দ্বিতীয় ম্যাচটা খেলেছে... এরপর কিন্তু শেষ ম্যাচে বিশ্রাম দিতে হয়েছে।"

তামিমকে দলে রাখা হবে কিনা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানান নির্বাচকরা। নান্নু বলেন, "তামিমের ইনজুরি অনেকদিনের। ইনজুরির সঙ্গে ফাইট করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেও আবার প্রশ্ন এসেছে। ইনজুরি, ফিটনেসের কথা চিন্তা করে ওকে আমরা রাখতে পারি নাই। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল। আমরা আলোচনা করে রিস্কে যেতে পারি নাই।"

টুর্নামেন্ট থেকে বাইরে রাখা হয়েছে জানিয়ে নান্নু বলেন, "বিশ্বকাপ অনেকদিনের ব্যাপার। অনেকগুলো ম্যাচ আছে। গুরুত্বপূর্ণ ইভেন্ট, এসব বিষয় চিন্তা করে ওকে (তামিম) স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর