thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

আজ আমিন বাজার মাঠে সমাবেশ করবে বিএনপি

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১১:৫২:২৬
আজ আমিন বাজার মাঠে সমাবেশ করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ক্ষমতাসীদের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে আমিন বাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সভাপতিত্বে সঞ্চালনা কবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের ৬ষ্ঠ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং যুবদল নির্বাহী কমিটির ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টার এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর