thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিশ্বকাপের সেরাদের একজন হবে লিটন: সাকিব

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৩:১০:০৬
বিশ্বকাপের সেরাদের একজন হবে লিটন: সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যাট হাতে ফর্মটা সাম্প্রতিক সময়ে মোটেও ভালো যাচ্ছে না লিটনের। গেল কয়েক সিরিজে কেবল ব্যর্থতার চাদরে ঢাকা টাইগার এই ওপেনারের পারফরম্যান্স। দর্শকদের মনে তাই প্রশ্ন জেগেছে তার ফর্মহীনতা নিয়ে। লিটন নিজেও তার ফর্ম নিয়ে বিচলিত। যার রেশ দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে তার নিজের ব্যাট ভাঙার দৃশ্যে।

তবে অধিনায়ক সাকিব আল হাসান এসব নিয়ে মোটেও বিচলিত নন। তিনি বিশ্বাস করেন, লিটন বিশ্বকাপে অনেক ভালো কিছু করবেন, হয়তো সেরাদের একজনও হবেন। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এমনটাই জানান সাকিব।

তিনি বলেন, "আমার কাছে কেন জানি মনে হয় এই বিশ্বকাপের বেস্ট প্লেয়ারদের একজন হবে লিটন। ওর কাছে আমাদের ওর ব্যাটিংয়ের চেয়ে বেশি কিছু দরকার নেই। সে যদি শুধু তার নিজের ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ তাকে টিভিতে আরও বেশি উপভোগ করতে চাইবে। আমি নিশ্চিত, এই বিশ্বকাপে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে।"

দলের ওপেনিং পজিশন নিয়ে সাকিব বলেন, "লিটন-তানজিদ দুজনই খুব এক্সসাইটেড প্লেয়ার। আমার কাছে মনে হয়, তারা আমাদের দলের গেম চেঞ্জার। তাদের কাছে প্রত্যাশা, যেদিন শুরু পাবে ওইদিন যেন ম্যাচটা জিতিয়ে আসে। আর কিচ্ছু করতে হবে না। নয় ম্যাচে হয়ত দুইটা, সর্বোচ্চ তিনটা, ওদের দুই-থেকে তিনটা খুব ভালো ম্যাচ খেলতে হবে। তাহলেই হবে।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর