thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

অক্টোবরেই আওয়ামী লীগ সরকারের পতন:  খসরু

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৪:৫৯:৪২
অক্টোবরেই আওয়ামী লীগ সরকারের পতন:  খসরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:অক্টোবরেই আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নাই। সব জায়গায় অরাজকতা চলছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন। আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না। এতেই বুঝাই যাচ্ছে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার বিভাগের উপর নিষেধাজ্ঞা এসেছে এটা লজ্জার। বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে। এতে দেশের মানুষের কিছু হবে না। আওয়ামী লীগ সরকারই ধ্বংস হয়ে যাবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর