thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,  ৩০ রবিউল আউয়াল 1446

"সরকার বিদায় না নেওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না"

২০২৩ অক্টোবর ০১ ১৪:৫৭:৫৯

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকার বিদায় না নেওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসে বলেই আওয়ামী লীগের তাঁর প্রতি এত রাগ। তাকে চিকিৎসা না দিয়ে কারারুদ্ধ করে রেখেছে।

রোববার (১ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় বিএনপির রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, হাইকোর্টের রায়কে বিকৃত করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের সম্পদ বিদেশে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি কেনে। দেশ বাঁচাতে, ভোটাধিকার ফেরাতে এই সরকারকে বিদায় করতে হবে।

বিএনপির এই দুই নেতা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী আজকের রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর