thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

‘হাইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা আশঙ্কার চেয়ে কম’

২০১৩ নভেম্বর ১৩ ০৯:১২:১৫
‘হাইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা আশঙ্কার চেয়ে কম’

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভূখণ্ডে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনে নিহতের সংখ্যা ধারণার চেয়ে অনেক কম বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক সংগঠন এই সংখ্যাকে ১০ হাজার বলে মনে করলেও নিহতের সংখ্যা খুবি বেশি হলে ২৫০০ হাজার হবে।

তিনি বলেন, এক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক গর্ভনর আতঙ্ক ও আবেগ থেকে ১০ হাজার জন নিহত হতে পারে বলে আশঙ্কা করেছিলেন।

প্রেসিডেন্ট অ্যাকুইনো অবশ্য জানিয়েছেন, এখন পর্যন্ত ২৯টি পৌর এলাকায় মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি যাচাই করা সম্ভব হয়নি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা ১৮শ’ বলে জানিয়েছে।

এদিকে, হাইয়ানের ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মানুষজন এখনো খাদ্য, পানি আর আশ্রয়ের অভাবে বিপর্যয়ের মুখে রয়েছেন।

জাতিসংঘ বলছে হাইয়ানের আঘাতে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।

বেঁচে যাওয়া এই মানুষগুলো এখন খাদ্য, পানি আর আশ্রয়ের অভাবে মরিয়া হয়ে উঠেছেন। তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে কাজ করছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।

আন্তর্জাতিক মহল থেকেও বেশ সাড়া পাওয়া গেছে। কিন্তু সাহায্য পৌছাতে দেরি হচ্ছে বলে ক্ষুব্ধ হয়ে উঠছেন আক্রান্তরা।

জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সংস্থা বলছে, রাস্তাঘাটগুলো ভেঙে যোগাযোগ ব্যবস্থা এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তাতে ত্রাণ তৎপরতা চালানো দুঃসাধ্য হয়ে পড়ছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর