thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আজ  কৃষক সমাবেশ করবে বিএনপি

২০২৩ অক্টোবর ০২ ১১:৩৫:২৯
আজ  কৃষক সমাবেশ করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ সোমবার (২ অক্টোবর) কৃষক সমাবেশ করবে বিএনপি। এছাড়া আরও দুটি কর্মসূচি রয়েছে।

রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটা থেকে শুরু হবে কৃষক সমাবেশ। জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে গণতন্ত্রমনা সংগঠনগুলো অবস্থান কর্মসূচি পালন করবে।

একই দাবিতে বরিশালে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে বরিশাল বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে থেকে সকাল এগারোটায় পদযাত্রা করবেন বরিশালের বিভাগীয় আইনজীবীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর