thereport24.com
ঢাকা, বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১,  ২৬ জিলহজ ১৪৪৫

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে দুঃসংবাদ

২০২৩ অক্টোবর ০২ ১২:১০:৩৫
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে দুঃসংবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আর মাত্র দুইদিন পরই শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী প্রতিটি দল।

মূল লড়াইয়ের আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। তবে দলগুলোর এই প্রস্তুতিতে বাধ সাধছে বেরসিক বৃষ্টি। এরই মধ্যে ৫ ম্যাচের তিনটিতে হানা দিয়েছে বিশ্বমঞ্চে দলগুলোর অন্যতম প্রতিপক্ষ বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়েছে ম্যাচগুলো। তাই মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও হারাচ্ছে তারা।

এদিকে মূল মিশন শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের স্বস্তির জয় পেয়েছে মিরাজ-লিটনরা। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার (০২ অক্টোবর) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজেরা। গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

তবে এই ম্যাচকে ঘিরে রয়েছে দুঃসংবাদ। ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী দুই সপ্তাহও এখানে বৃষ্টির সম্ভাবনা আছে।

সোমবার তাপমাত্রা ২৫ থেকে ৩৩ ডিগ্রি থাকার কথা। তবে তা ৩৯ ডিগ্রির মতো অনুভব হবে। এমন তাপমাত্রার মধ্যেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মেঘলা থাকবে আকাশ। বজ্রপাতের সঙ্গে আশঙ্কা আছে ভারি বৃষ্টিপাতের।

অন্যদিকে এই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই মূল পর্বে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কেননা, একই ভেন্যুতে বৃষ্টি বাধায় ভেস্তে গেছে ভারতের বিপক্ষে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি। যা কিনা এক প্রকার ভিন্ন চ্যালেঞ্জের-ই কারণ হবে ইংলিশদের জন্যে।

এই ম্যাচের আগে গুঞ্জন, পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং অর্ডারে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্রাম দেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে। ইনজুরিমুক্ত থাকতে ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন দলের নিয়মিত ক্রিকেটাররা। টাইগার দলপতি সাকিব আল হাসানকেও মাঠে না দেখা যেতে পারে।

উল্লেখ্য, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর