thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নানা আয়োজনে পালন হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

২০২৩ অক্টোবর ০২ ১২:৫৫:৪৭
নানা আয়োজনে পালন হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩’। এ বছর ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিবসটি পালন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধন করা হবে। বিএসইসি সূত্রে থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের সংঘ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে প্রতি বছর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করছে বিএসইসি। এর ধারাবাহিকতায় এবারও দেশে এ সপ্তাহ পালন করা হবে। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে ‘ইনভেস্টর রিসাইলিয়েন্স’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। আর প্যানেল আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর