thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০২৩ অক্টোবর ০২ ১৯:১২:৫২
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীতে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৭মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পটি উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান এবং চীনেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

এর আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা।আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। এর আগে ১৪ আগস্ট আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর