thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন  আসামের  মুখ্যমন্ত্রী 

২০২৩ অক্টোবর ০৩ ১১:২৩:০৫
মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন  আসামের  মুখ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের আসামের বাংলাভাষী মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন রাজ্যটির বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ‘আগামী দশ বছর মিঁঞাদের ভোটের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন তিনি। এখানেই শেষ নয়, কেন এই ভোট তিনি চান না এবং প্রয়োজন নেই সে কথাও উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী। এই মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এমনকি বিজেপির পক্ষে স্লোগান তুলে চিৎকার করলেও মিঁঞাদের ভোটের কোনো দরকার নেই বলে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন তিনি।

ঠিক কী বলেছেন আসামের মুখ্যমন্ত্রীর? বিজেপি মানুষের জন্য কাজ করে যাবে। আর তাতেই ভোট পাবে বলে মনে করেন আসাম মুখ্যমন্ত্রী। এই বিষয়ে‌ হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘মিঁঞারা আমার নামে, প্রধানমন্ত্রীর নামে, বিজেপির নামে জয়ধ্বনি দিতেই পারে। আমরা তাদের জন্য কাজ করব। কিন্তু নির্বাচন এলে আমিই তাদের অনুরোধ করব, তোমাদের ভোট চাই না। মিঁঞাদের ভোট তখন চাইব যখন তারা জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি অনুসরণ করবে, কম বয়সে ছেলেমেয়েদের বিয়ে দেয়া বন্ধ করবে এবং মৌলবাদী কার্যকলাপ থেকে দূরে থাকবে। আমাদের সমর্থন না করলেও ক্ষতির কিছু নেই।’ এই মন্তব্য কি অহংকারের ফসল?‌ উঠেছে প্রশ্ন।

এদিকে মিঁঞা কথাটি বাঙালি মুসলিমদের কাছে খারাপ কথা বলে গণ্য হয়। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কথা বেরিয়ে আসায় সমালোচনা হচ্ছে। আসামে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই নানাভাবে সংখ্যালঘুদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনআরসি কার্যকর করে সেখানকার কয়েক লাখ বাঙালিকে বিদেশী বলে চিহ্নিত করে দাগিয়ে দেয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, মেরুকরণের রাজনীতির লক্ষ্যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি এবং জন্মকালে শিশুমৃত্যুর সমস্ত দায় এই সম্প্রদায়ের উপর চাপিয়েছে অসম সরকার।

অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী এই মিঁঞাদের ভোট নিয়ে একের পর এক মন্তব্য করেন। তার কথায়, ‘‌আমরা এদের ভোট চাইব ১০ বছর পর। এখন নয়। দুটির বেশি সন্তান না করা, মেয়েদের স্কুলে পাঠাতে হবে, বাল্যবিবাহকে উৎসাহ না দেয়া এবং সুফিজিমকে গ্রহণ করে বাঁচতে শুরু করবে তখন তাদের কাছে গিয়ে আমি ভোট চাইব।’‌

হিমন্ত সরকারের অভিযোগ, বহু মাদরাসায় বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। হিমন্তের বক্তব্য, ‘‌এটা নয় যে সংখ্যালঘুরা পড়ার সুযোগ পায় না। আমরা আগামী দিনে সাতটি কলেজ খুলতে চলেছি সংখ্যালঘু এলাকায়।’‌

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর