thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মার্কিন কংগ্রেসে ভোট: স্পিকার পদ হারালেন  ম্যাকার্থি

২০২৩ অক্টোবর ০৪ ১৩:৪৯:২০
মার্কিন কংগ্রেসে ভোট: স্পিকার পদ হারালেন  ম্যাকার্থি

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদ থেকে অপসারিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার রাতে ২১৬-২১০ ভোটে তিনি অপসারিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কোনো স্পিকার পদচ্যুত হলেন। তার দল রিপাবলিকান পার্টির মধ্যে অন্তঃদ্বন্দ্ব এবং ডানপন্থীদের তীব্র বিরোধিতার মুখে তাকে সরে যেতে হলো। তার পদচ্যুত করার পক্ষে যে ২১৬ জন ভোট দিয়েছেন, তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের।

জানুয়ারিতে তিনি যখন ওই পদে নির্বাচিত হয়েছিলেন, তখন থেকেই তার দলের মধ্যে তাকে নিয়ে গোলযোগ চলছিল। দলের মধ্যেই অনেকে তাকে চাচ্ছিলেন না। অবশ্য, তার বিকল্প কে হবে, তা নিয়েও দলের মধ্যে বিভাজন রয়েছেন।

ম্যাকার্থিকে পদচ্যুত করার প্রস্তাবটি আনেন উগ্র-ডানপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটজ। তিনি বলেন, ‌'স্পিকার ম্যাকাথি গুরুত্বপূর্ণ সময়ে নিজের অবস্থান ব্যক্ত করতে ব্যর্থ হয়েছেন। তিনি ভোটাভুটির আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, 'ফলে তিনি বিদায় না নিলে আমি নেব।'

তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।

আবার ক্ষমতাসীন ডেমোক্র্যাটরাও তাকে নিয়ে খুশি ছিলেন না। প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত একজন স্পিকার নিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, 'আমাদের জাতির জরুরি প্রয়োজন দেরি করতে প্রস্তু নয়।।'

স্পিকার না থাকলে প্রতিনিধি পরিষদ পরিচালনা করা যাবে না। ফলে ব্যয়সহ বিভিন্ন বিল পাস না হলে প্রশাসনে অচলাবস্থা দেখা দেবে।

অন্তর্বর্তী সময়ের জন্য প্যাট্রিক ম্যাকহেনরিকে স্পিকার করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর