thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শেয়ার বেচবেন শাহজালাল ইসলামী ব্যাংকের দুই পরিচালক

২০২৩ অক্টোবর ০৪ ১৪:২৪:০১
শেয়ার বেচবেন শাহজালাল ইসলামী ব্যাংকের দুই পরিচালক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফকির নিটওয়্যারস লিমিটেড এবং জামান অ্যাগ্রো ফিশারিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের দুই করপোরেট পরিচালক। এই দুই করপোরেট পরিচালক মিলে ৭৩ লাখ ৫৮ হাজার ১৫০টি শেয়ার বেচবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফকির নিটওয়্যারের কাছে ব্যাংকটির মোট ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ার আছে। এসব শেয়ার থেকে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বেচবেন এই করপোরেট পরিচালক। বর্তমান বাজারদর অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক/ব্লক মার্কেটে আলোচ্য শেয়ার বিক্রি করবে।

অপরদিকে, কোম্পানির আরেক করপোরেট পরিচালক জামান অ্যাগ্রো ফিশারিজ ব্যাংকটির মোট ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বেচবেন। প্রতিষ্ঠানের বর্তমান বাজারদর অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাবলিক/ব্লক মার্কেটে আলোচ্য শেয়ার বিক্রি করবে।

মঙ্গলবার শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার ১৮ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর