thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ভারতের বিপক্ষে পাত্তাই পেলো না বাংলাদেশ

২০২৩ অক্টোবর ০৬ ১২:৪৭:৪৯
ভারতের বিপক্ষে পাত্তাই পেলো না বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:এশিয়ান গেমসে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দল এবারের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। আজ পদক পাওয়ার মিশনে মাঠে নেমেছিল পুরুষ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে নাটকীয় ভাবে মালয়েশিয়াকে হারানোর পর সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হয় টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে মাত্র ৯৬ রানে থামতে হয়েছে তাদের।

বাংলাদেশের দেয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ল্ল ভারতেরও। ভারতীয় দলে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়, যশ্বসী জয়সোয়াল, তিলক বার্মা, আর্শদ্বীপ সিংদের মত আইপিএল মাতানো ক্রিকেটাররা। লক্ষ্য তাড়া করতে নেমে নীল জার্সিধারীরা রানের খাতা খোলার আগেই হারিয়েছে এক উইকেট। রিপন মন্ডলের বলে মৃত্যঞ্জয়ের ক্যাচ হয়ে ফিরে যান জয়সোয়াল।

ভারতের ওই একটি উইকেটই কেবল নিতে পেরেছে টাইগাররা। এরপর আরেক ওপেনার গায়কোয়াড়কে সাথে নিয়ে বাংলাদেশী বোলারদের উপর রীতিমত রোলার কোস্টার চালিয়েছেন তিলক। অধিনায়ক রুতুরাজ ২৬ বলে ৪ চার আর ৩ ছয়ে করেছেন ৪০ রান। তিলক ২৬ বল খেলে ২ চার আর ৬ ছয়ে করেছেন ৫৫ রান। ফলে ৯ উইকেট আর ৬৪ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় ভারত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর