thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান

২০২৩ অক্টোবর ০৭ ১৬:১৫:০২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক:৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। তাৎক্ষনিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

এএফপি ও রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। প্রথম ভূমিকম্পের পর আরও চারটি বড় ধরনের আফটারশক হয়েছে। যথাক্রমে সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পরপরই মানুষজন ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে বেরিয়ে আসে। মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু কিছু ভবনে ফাঁটল ধরেছে, কিছু অংশ ধসে পড়েছে। তবে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর