thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সাকিবকে নিয়ে আবেগী স্ট্যাটাস শিশিরের

২০২৩ অক্টোবর ০৯ ১৫:০৮:০৮
সাকিবকে নিয়ে আবেগী স্ট্যাটাস শিশিরের

দ্য রিপোর্ট প্রতিবেদক:ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের এমন জয়ের পরদিন আজ (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে আবেগী একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শিশির লেখেন, "জয় বা হার কোনো ব্যাপার না, পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সঙ্গে আছি।"

সাকিবপত্নী আরও লেখেন, "তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেক দূর এসেছি কিন্তু এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।"

এর আগে বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার পোস্ট শেয়ার করে মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ বলেও আখ্যায়িত করেন শিশির। ওই পোস্টের ক্যাপশনে শিশির লেখেন, "মীর জাফর এই তালিকায় ঢুকল কী করে! এটা নকল হতে পারে।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর