thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ইসরাইল-হামাস আর সংঘাত চায়না  যুক্তরাষ্ট্র 

২০২৩ অক্টোবর ১০ ১৪:২৩:২৭
ইসরাইল-হামাস আর সংঘাত চায়না  যুক্তরাষ্ট্র 

দ্য রিপোর্ট ডেস্ক:ইসরাইল-হামাসের চলমান সংঘাতে না জড়াতে ইরানকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল চার্লস কুইন্টন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনভাবেই চায় না এই লড়াই আরও বিস্তৃত হোক।’

ইরান এই যুদ্ধে জড়ানোর প্রশ্নের জবাবে বিমান বাহিনীর জেনারেল ব্রাউন বলেন, ‘না জড়ানো’।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইসরাইলের কাছাকাছি মোতায়েনের উদ্দেশ্য ছিল দেশটির পক্ষে সমর্থনের স্পষ্ট বার্তা।

ব্রাউন বলেন, এই সংঘাতকে আরও বিস্তৃত প্রতিরোধের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠাতেই এই পদক্ষেপ।

আগের দিন ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরাইলের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহিনীর রণতরী অগ্রসরের খবর ছড়িয়ে পড়ে। হামাসের হামলা প্রতিরোধে ইসরাইলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা করা হবে বলে জানায় ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পরই তাৎক্ষণিক পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। তবে, ইসরাইলের পক্ষে এমন একতরফা সমর্থনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানায় বিভিন্ন মহল। গত শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চল হয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। দুই পক্ষের পালটাপালটি সংঘাতে অন্তত ৯০০ ইসরাইলি এবং ফিলিস্তিনের প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। উভাই পক্ষের আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার জন।

এই পরিস্থিতিকে হামাস ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদী গোষ্ঠীকে কড়া জবাব দিতে গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। এখানে যে কোনো সময় স্থল অভিযান চালানোরও হুশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর