thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মাহেদি ইন রিয়াদ আউট, ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২৩ অক্টোবর ১০ ১৪:৩৩:১৯
মাহেদি ইন রিয়াদ আউট, ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক:ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে লিটন-তানজিদ জুটির ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বাড়তি স্পিনার খেলানোর জন্য আজকেত একাদশে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মাহেদি।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ধর্মশালায় তাদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশনে অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংলিশরা। কিউইদের বিপক্ষে হারের পর আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মঈন আলীর বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার রিচ টপলি।

বাংলাদেশ একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ-

জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, রিচ টপলি, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ,মার্ক উড, ক্রিস ওকস।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর