thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ব্যাটিং  বিপর্যয়ে টাইগাররা

২০২৩ অক্টোবর ১০ ১৬:২৬:৩৩
ব্যাটিং  বিপর্যয়ে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক:পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের চার উইকেটে হারিয়ে বিপর্যয়ে টাইগাররা। রিপোর্ট লেখার সময় ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ইংলিশদের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে ব্যট করতে আসেন লিটন দাস ও তানজিদ তামিম। এই দুই ওপেনারে শুরুতেই ভালো এনে দেন দলকে। ক্রিস ওকসের শুরু করা ইনিংসের প্রথম ওভারেই টানা তিন চার নেন লিটন দাস।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নেন লিটন। তবে দ্বিতীয় ওভারেই খেই হারায় টাইগাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন তিনি। ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পরা বাংলাদেশ। পরে সাকিব আল হাসানকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন।

তবে টাইগার দলপতিও ব্যর্থ ইনিংস বড় করতে। দলীয় ২৬ রানে টপলির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হবার আগে ৯ বলে ১ রান করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর