thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ইংলিশদের বিপক্ষে বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

২০২৩ অক্টোবর ১১ ০১:৪৮:১৯
ইংলিশদের বিপক্ষে বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক:ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তেড়েফুঁড়ে নিজের ইনিংস শুরু করেন লিটন কুমার দাস। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের করা প্রথম ওভারে টানা তিন চার মারেন বাংলাদেশ ওপেনার। কিন্তু দাপুটে শুরুর এই আবহ দ্বিতীয় ওভারেই উধাও, দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। চারে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সাকিবও। মাত্র ১ রান করে টপলির বলেই বিদায় নেন তিনি।

আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদী মিরাজ আজ ব্যাটিংয়ে নামেন ৫ নম্বরে। তবে আজ আর হাসিনি তার ব্যাট। মিরাজের বিদায়ে ৪৯ রান তুলতেই চার উইকেট হারায় টাইগাররা। লিটন আর মুশফিক মিলে পরিস্থিতি সামাল দেন। তবে ৭৬ রান করে বিদায় নেন ক্লাসিক এই ওপেনার। ফিফটি করার পরপরই বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল। ৫১ রান করা মুশিও হন টপলির শিকার। শেষ পর্যন্ত ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।

আর এতে করে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর