thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পাকিস্তান শ্রীলংকা ম্যাচ যেনো রেকর্ডের বন্যা

২০২৩ অক্টোবর ১১ ১৪:৪১:৪৪
পাকিস্তান শ্রীলংকা ম্যাচ যেনো রেকর্ডের বন্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক:এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে কাল গতকাল নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। ম্যাচে টস জিতে ব্যাট করতে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ৩৪৪ রানের সংগ্রহ গড়ে শানাকার দল। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিকের ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দলে। এই ম্যাচ একইসঙ্গে অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়েছে গতকাল।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড-

বিশ্বকাপের ইতিহাসে এত বেশি রান তাড়া করতে নেমে জয়ের ইতিহাস নেই আর কোনো দলেরই। লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সফল হওয়ার আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে সেবার ইংল্যান্ডের বিপক্ষে এমন রেকর্ড গড়েছিল আইরিশরা। এ রেকর্ডই কাল ভেঙেছেন রিজওয়ান-শফিকরা। শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়া পেরিয়েছেন ৬ উইকেট হাতে রেখেই।

শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত পাকিস্তান-

কালকের ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। এসব মোকাবেলায় একবারও জয় পায়নি লঙ্কানরা। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসরে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এটিই। এ তালিকায় দুইউএ আচজে ভারত। পাকিস্তানের বিপক্ষে ৭ বারের দেখায়ই জয়ী হয়েছে তারা।

এক ম্যাচে চার সেঞ্চুরিয়ন-

একদিনের ক্রিকেটে এক ম্যাচে চারজন সেঞ্চুরি করেছেন- এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র দুইবার। সেটিও ১৯৯৮ সালে এবং ২০১৩ সালে। তবে বিশ্বকাপে এমন নজির ছিল না কখনোই। গতকালের ম্যাচ দিয়ে এমন ইতিহাস গড়েছে মেন্ডিস-রিজওয়ানরা। বিশ্বকাপে এক ম্যাচে চার সেঞ্চুরির দেখা এবারই প্রথম পেয়েছে ক্রিকেটপ্রেমীরা।

প্রথম পাকিস্তানী হিসেবে বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি-

গতকাল শ্রীলঙ্কার দেয়া রান তাড়ায় নেমে শতক হাঁকিয়েছেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। কালকের ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হয়েছে তাঁর। এর আগে আর কোনো পাকিস্তানি ব্যাতারই বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরির দেখা পাননি।

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড-

গতকাল আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন কুশল মেন্ডিস। এদিন ৬৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। লঙ্কানদের হয়ে বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর