thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ দলকে

২০২৩ অক্টোবর ১১ ১৪:৪৩:৪২
জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ দলকে

দ্য রিপোর্ট প্রতিবেদক:আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে উড়ছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল পরাজয়ে নেমে আসতে হয়েছে বাস্তবতায়। শুধু এই হারই নয়, সাথে জরিমানাও জুটেছে বাংলাদেশের ভাগ্যে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৭ম আসরে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ইংল্যান্ড। একপেশে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে তাতে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ড রান তুলতে থাকে ঝড়ের বেগে।

ইংলিশদের রানের ফোয়ারা থামাতে বেশ হিসাবনিকাশ করে বল করতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে শেষ ১০ ওভারে বল হাতে মুন্সিয়ানাই দেখিয়েছেন টাইগার পেসাররা। কিন্তু তাতে সময়ক্ষেপণ হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে বেশি। এ কারণেই জরিমানা করা হয়েছে টাইগারদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের নিজ নিজ ম্যাচ ফি'র ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ৪৯ ওভার শেষ করে বাংলাদেশ, কমতি ছিল এক ওভারের। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি'র ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তা-ই করা হয়েছে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সিদ্ধান্তে।

বাংলাদেশ অধিনায়ক সাকিব সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর