thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি:  পররাষ্ট্রমন্ত্রী 

২০২৩ অক্টোবর ১২ ১৮:৪৫:২৫
যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি:  পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল, তিনি মিথ্যাবাদী সাংবাদিক।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ সংঘাতমুক্ত নির্বাচন হতে হলে সব দল-মত এবং সবার ঐকান্তিক ইচ্ছা ও কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে সংঘাতমুক্ত নির্বাচন সম্ভব নয়। এটা আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর