thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে: ইসি সচিব

২০২৩ অক্টোবর ১২ ১৮:৪৮:১০
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে: ইসি সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব রাজনৈতিক দল অংশ নেবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

জাহাংগীর আলম বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেও কমিশন বদ্ধপরিকর।

আইনে কমিশনের যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন ইসি সচিব।

এদিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

বৈঠকের বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আমরা কিছু সুপারিশ তুলে ধরেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কমিশনের বলে আমরা মনে করি।

নির্বাচনে ধর্মীয় সংঘাতের আশঙ্কা সিইসিরনির্বাচনে ধর্মীয় সংঘাতের আশঙ্কা সিইসির
জনগণের নির্বাচনমুখী হওয়ার স্বার্থে যারা বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কমিশন যেন ব্যবস্থা নেয় সে আহ্বান জানান শমসের। তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে। জনগণের আস্থা ফেরানোর বিষয়ে আমরা কমিশনকে জোর দিয়েছি।

তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল হওয়ায় তারা ভোটের অংশ নেবেন বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশন সচিব জানান, তৃণমূল বিএনপির সঙ্গে তারা খোলামেলা আলাপ করেছেন। কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন তৃণমূল বিএনপি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর