thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩:  জাতিসংঘ

২০২৩ অক্টোবর ১৩ ১২:৩০:৪২
তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩:  জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক:তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল। এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই বছর খরা, দাবানল ও বন্যাও দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত। এসব পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়। খবর অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তানের (এপিপি)।

তিনি আরও বলেন, প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য ও দুর্যোগের চক্র ভাঙা, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া এবং দুর্যোগ ঝুঁকি প্রশমনে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে সব দেশেরই এগিয়ে আসা উচিত। এবারের এ আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে আসুন আমরা পুনরুদ্ধার ও অভিঘাত সহনশীল এবং সর্বত্র সবার জন্য নিরাপদ ও ন্যায্য ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।

গুতেরেস বলেন, ‘চরমভাবাপন্ন ও মন্দতর আবহাওয়ার কারণে ভয়াবহ প্রাণশঙ্কায় রয়েছে মানুষ। বিশেষ করে বন্যা ও খরায় নির্বিচারে আক্রান্ত হওয়ার কারণে অনেকেই আজ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর