thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরছেন  উইলিয়ামসন

২০২৩ অক্টোবর ১৩ ১২:৩৫:০৪
বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরছেন  উইলিয়ামসন

দ্য রিপোর্ট ডেস্ক:বিশ্বকাপে খেলা দুই ম্যাচে উইলিয়ামসন ও টিম সাউদি বাদেই জয় পেয়েছে কিউইরা। তাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবে দলে শক্তিমত্তার পার্থক্য গড়ে দেয়। কিন্তু ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভাব মোটেও টের পাওয়া যায়নি। আজ শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিন নম্বর জয়ের অপেক্ষায় ব্ল্যাকক্যাপসরা। আর এই ম্যাচ দিয়ে কিউই দলে ফিরছেন তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

গতকাল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ জানিয়েছলেন, "সে দারুণ উন্নতি করছে। শেষ ৫-৬ দিন ওর বেশ ভালো গেছে। এটা আর এখন তাঁর ইনজুরি নয়। সে উইকেটে দৌড়াতে পারছে কি না, ফিল্ডিং করতে পারছে কি না ৫০ ওভারের খেলায়, এই বিষয়গুলো বুঝতে হবে এখন। আমরা খুশি, এখন যে অবস্থায় আছে। কেন যদি এভেইলঅ্যাবল হয় তাহলে সে খেলবে।"

অবশেষে ম্যাচের আগের দিন সব শঙ্কা কাটিয়ে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশের বিপক্ষে খেলবেন উইলিয়ামসন। বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন চেন্নাইয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে। কিন্তু অভিজ্ঞ পেসার সাউদিকে পাওয়া যাবে না এই ম্যাচে।

তিনি বলেছেন, "প্রথমত সাউদির উন্নতি ভালোভাবে হচ্ছে। তবে সে কাল খেলবে না। আমার পুর্নবাসনের লম্বা একটা যাত্রা ছিল। বড় করে দেখলে, খুব ভালোভাবে উন্নতি হয়েছে। অনেকবারই বলেছি, বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পেরে রোমাঞ্চিত। আগামীকালের সম্ভাবনা নিয়েও আমরা রোমাঞ্চিত। যদিও চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা সেটির দিকে তাকিয়ে আছি।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর