thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সুসংবাদ

২০২৩ অক্টোবর ১৪ ১৩:৩৩:৫০
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সুসংবাদ

দ্য রিপোর্ট ডেস্ক:দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে বাগড়া বাধিয়েছিল বেরসিক বৃষ্টি। যে কারণে মাঠে গড়ায়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই। আর ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে নিয়মিত অতিথি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বেরসিক বৃষ্টির সেভাবে দেখা না মিললেও আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে বিষয়টি বাড়তি মাত্রা যোগ করে থাকে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে ব্যাকফুটে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সাতবারের দেখায় জয়হীন দ্য গ্রিন ম্যানরা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছে ভারতীয়রা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হচ্ছে বাবর আজমদের।

ভারতীয় আবহাওয়া বিভাগের বরাতে সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, শনিবার সেখানে আকাশ পরিষ্কার রয়েছে। তাই বৃষ্টির শঙ্কা কম। তবে বৃষ্টি আসলেও তা ম্যাচ ভেস্তে যাওয়ার কারণ হবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ (১৪ অক্টোবর) আহমেদাবাদে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা ৩৫ শতাংশ থাকতে পারে। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের জয় ৭৩টিতে, বিপরীতে ভারতের জয় ৫৬। আর কোনো ফল আসেনি ৫ ম্যাচে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর