thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ফিলিস্তিন ইস্যুতে  রাশিয়ার  প্রস্তাব  নাকচ 

২০২৩ অক্টোবর ১৭ ১৪:০৮:৫০
ফিলিস্তিন ইস্যুতে  রাশিয়ার  প্রস্তাব  নাকচ 

দ্য রিপোর্ট ডেস্ক:ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে রাশিয়ার মানবিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব সোমবার নাকচ করে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ খসড়া প্রস্তাবের পক্ষে পাঁচটি ভোট এবং বিপক্ষে চারটি ভোট পড়েছে। ভোট দেয়া থেকে বিরত থেকে ছয়টি দেশ। ফলে প্রস্তাবটি পাশ হয়নি।

নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব কার্যকর করতে কমপক্ষে ৯টি ভোট এবং পাঁচ স্থায়ী সদস্য- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের সমর্থনের প্রয়োজন পড়ে।

রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আজ, সারাবিশ্ব রক্তপাত বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের পদক্ষেপের জন্য নিঃশ্বাস বন্ধ করে করে অপেক্ষা করছিল, কিন্তু পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা সেই প্রত্যাশাকে শেষ করে দিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইহুদি নিহত হয়। হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা এখনও অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেল আবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর